ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

উত্তরা গণভবনকে পর্যটক আকর্ষণীয় করা হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
উত্তরা গণভবনকে পর্যটক আকর্ষণীয় করা হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ঐতিহ্যবাহী উত্তরা গণভবনকে আরো বেশি পর্যটক আকর্ষণীয় করে গড়ে তোলা হবে। বর্তমান সরকার শিগগিরই  উত্তরা গণভবনের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এরই মধ্যে পর্যটন সম্প্রসারণে প্রয়োজনীয় প্রস্তাব পাঠাতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে উত্তরা গণভবন পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, উত্তরা গণভবনের সংরক্ষিত স্থান ছাড়া সব এলাকা দর্শণার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

চলতি বছর জেলা প্রশাসক সম্মেলনে যেসব প্রস্তাব দেয়া হয়েছে, সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।

মন্ত্রী এসময় সম্প্রতি গণভবন থেকে গাছ কেটে নেওয়ার ব্যাপারে খোঁজ-খবর নেন। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা এমপি, নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ড. চিত্র লেখা নাজনিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল হাসনাত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বানু, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামাণিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।