ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

পর্যটনে সহযোগিতা করতে চায় আরব ট্যুরিজম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
পর্যটনে সহযোগিতা করতে চায় আরব ট্যুরিজম

ঢাকা: বাংলাদেশে পর্যটন শিল্পে অবকাঠামো উন্নয়নে ও প্রশিক্ষণে সহযোগিতা করতে চায় আরব ট্যুরিজম অর্গানাইজেশন।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংস্থাটির নেতাদের এক বৈঠকে এ আগ্রহ দেখান।
 
আরব ট্যুরিজম অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ড. বানদার ফাহাদ আল ফিহাদ বৈঠকে নেতৃত্ব দেন।

ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসিভুক্ত দেশগুলোর পর্যটন মন্ত্রী পর্যায়ের দশম সম্মেলন মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত হয়। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্মেলন এসেছেন আরব ট্যুরিজম অর্গানাইজেশনের নেতারা।  

রাজধানীর সোনারগাঁও হোটেলে মুসলিম দেশগুলোর পর্যটন বিষয়ক কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত হয়। ঐতিহ্যভিত্তিক পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যয় নিয়ে ‘ইসলামিক কনফারেন্স অব ট্যুরিজম মিনিস্টার্স’ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ওআইসিভুক্ত ৫১টি দেশের মধ্যে ২৫টি দেশের ১০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৮৫ জন প্রতিনিধি এ সম্মেলনে অংশ নিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭,২০১৮
কেজেড/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।