ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা নবায়নের সুযোগ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা নবায়নের সুযোগ

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ভিসা ও আইডির মেয়াদ শেষ হয়ে গেলেও তা নবায়ন করতে পারবেন। এছাড়া যাদের ট্যুরিস্ট ভিসার মেয়াদ ফুরিয়েছে, তাদের জরিমানা ছাড়াই সে দেশ ত্যাগ করার সুযোগ দিয়েছে আমিরাত সরকার। 

মঙ্গলবার (১৪ জুলাই) দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট অফিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে উল্লেখ করা হয়, যেসব বাংলাদেশি নাগরিকের ভিসা ও আইডির মেয়াদ গত ১ মার্চের পর শেষ হয়ে গেছে অথচ তারা বাংলাদেশসহ অন্য কোনো দেশে অবস্থান করছেন, তারা আমিরাতে গিয়ে এক মাসের মধ্যে আবেদন করলে কোনো ধরনের জরিমানা ছাড়াই ভিসা ও আইডির মেয়াদ বাড়াতে পারবেন।

এছাড়া গত ১২ জুলাই থেকে যাদের ট্যুরিস্ট ভিসার মেয়াদ ফুরিয়েছে, তারা আগামী এক মাসের মধ্যেই জরিমানা ছাড়া আরব আমিরাত ত্যাগ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
টিআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।