ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

১ আগস্ট থেকে বিমানবন্দর ব্যবহার করলেই দিতে হবে ফি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
১ আগস্ট থেকে বিমানবন্দর ব্যবহার করলেই দিতে হবে ফি বিমানবন্দর

ঢাকা: চলতি বছরের ১ আগস্ট থেকে বিমানবন্দর ব্যবহার করে দেশ-বিদেশ কোথাও গেলেই যাত্রীদের গুণতে হবে নিরাপত্তা ও বিমানবন্দর উন্নয়ন ফি।

বুধবার (২২ জুলাই) এ সংক্রান্ত আদেশ জারি করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (অর্থ) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বিমানবন্দরগুলোর যাত্রী নিরাপত্তা, সেবার মান বাড়াতে ও বিমানবন্দরগুলোর অবকাঠামোগত উন্নয়নে সব বহির্গামী যাত্রীদের এই ফি দিতে হবে। এ সংক্রান্ত আদেশ সব দেশি-বিদেশি এয়ারলাইন্সকে ইতোমধ্যে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, দেশের অভ্যন্তরে যাত্রীদের প্রতিবার ভ্রমণে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ১শ টাকা ও যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ৭০ টাকা। সার্কভুক্ত দেশ ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে পাঁচ ডলার ও যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ছয় ডলার। সার্কভুক্ত ছাড়া অন্য দেশের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ১০ ডলার ও এবং যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ১০ ডলার।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০২০
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।