ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

৪ আগস্ট কুয়েতে প্রথম ফ্লাইট বিমানের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
৪ আগস্ট কুয়েতে প্রথম ফ্লাইট বিমানের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেন

ঢাকা: আগামী ৪ আগস্ট ফের কুয়েতে ফ্লাইট শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার (২৭ জুলাই) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

 

যদিও রোববার (২৬ জুলাই) বিমান জানিয়েছিল, আগস্ট থেকে কুয়েতে ফ্লাইট পরিচালনা করবে তারা। কিন্তু নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেনি। এর একদিন পর সোমবার সংস্থাটি জানালো আগামী ৪ আগস্ট কুয়েতে তাদের প্রথম ফ্লাইট। আপাতত সপ্তাহের প্রতি মঙ্গলবার ঢাকা-কুয়েত-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। যাত্রী চাহিদা সাপেক্ষে পরবর্তী সময়ে ফ্লাইট বাড়ানো হবে।  

বৈশ্বিক মহামারি করোনার পর কুয়েতে এ প্রথম ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান। গত ২৪ মার্চের পর কুয়েতে কোনো শিডিউল ফ্লাইট পরিচালনা করেনি রাষ্ট্রায়ত্ত এ উড়োজাহাজ সংস্থা।  

বিমানের বিক্রয় অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও এজেন্টের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন যাত্রীরা।  

বিস্তারিত তথ্য বিমান ওয়েবসাইট www.biman-airlines.com অথবা ০১৭৭৭৭১৫৬১৩-১৬ এ নম্বরে ফোন করে জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।