ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

রিয়াদ থেকে বিমানের বিশেষ ফ্লাইট ৮ আগস্ট

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০২০
রিয়াদ থেকে বিমানের বিশেষ ফ্লাইট ৮ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেন

ঢাকা: সৌদি আরবের রিয়াদ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট আগামী ৮ আগস্ট বাংলাদেশে আসবে। আগ্রহী প্রবাসীদের যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

 সোমবার (৩ আগস্ট) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ অনুরোধ করেছে।

রিয়াদ দূতাবাস জানায়, আগামী ৮ আগস্ট বিমানের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। রিয়াদ থেকে বাংলাদেশে যেতে যারা ইচ্ছুক তারা দূতাবাসের রেজিস্ট্রশন ছাড়াই সরাসরি বিমান অফিস থেকে টিকিট কিনতে পারবেন। বিমানের মোট আসন সংখ্যা ৪১৯।

এদিকে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ রিয়াদ-ঢাকা একমুখী যাত্রার টিকিটের মূল্য ইকোনমি ক্লাস ১৯০০ সৌদি রিয়াল ও বিজনেস ক্লাস ২৮০০ সৌদি রিয়াল নির্ধারণ করেছে।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২০
টিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।