ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

বৃহস্পতিবার ৪শ জনকে টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০২০
বৃহস্পতিবার ৪শ জনকে টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স

ঢাকা: সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স বৃহস্পতিবার (অক্টোবর ০১) ৪০০ জনকে টিকিট দেবে। যারা রিটার্ন টিকিট করে দেশে এসে মহামারি করোনায় আটকা পড়েছেন, তারাই এই টিকিট পাচ্ছেন।

এ দিন এয়ারলাইন্স কর্মকর্তারা বাংলানিউজকে জানান, এ-১ থেকে এ-২০০ ও বি-১ থেকে বি-২০০ এই ৪০০ প্রবাসী যাত্রী বৃহস্পতিবার সৌদি ফিরে যাওয়ার টিকিট পাবেন। এই টোকেনধারীরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় টিকিট বিক্রি শুরু হবে।  

এদিকে অন্যদিনের তুলনায় বৃহস্পতিবারও রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্স কার্যালয়ে দীর্ঘ ভিড় দেখা গেছে। অনেকেই টোকেনের আশায় এসেছেন।  

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৪ অক্টোবর পরবর্তী টোকেন বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২০
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।