ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

নাফাখুম ঝরনায় পর্যটক যাতায়াত বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২০
নাফাখুম ঝরনায় পর্যটক যাতায়াত বন্ধ নাফাখুম, ছবি: সংগৃহীত

বান্দরবান: বান্দরবানের থানচির উপজেলার নাফাকুম ঝরনায় পর্যটক যাতায়াত বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

গত ৩ অক্টোবর থানচির দুর্গম নাফাখুম ঝরনায় গোসল করতে নেমে ঢাকা থেকে আসা কাজী জাকারুল ইসলাম কানন (৩৫) নামে এক পর্যটক মারা যাওয়ার পর থানচি উপজেলা প্রশাসন এ নির্দেশনা দেয়।

 

গত ৩ অক্টোবর সকালে ঢাকার উত্তরার জহিরুল ইসলামের ছেলে কানন থানচি উপজেলার দুর্গম রেমাক্রি ইউনিয়নের নাফাখুম ঝরনায় বেড়াতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যান। পরের দিন তার মরদেহ পাওয়া যায়। এর আগেও এ ঝরনায় গোসল করতে গিয়ে কয়েকজন পর্যটক মারা গেছেন।  

থানচি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম মৃদুল বাংলানিউজকে বলেন, বৃষ্টিপাত হওয়ায় বান্দরবানের সাঙ্গু নদীর অববাহিকায় পাহাড়ের ঝরনাগুলো ও ঝরনায় যাওয়ার পথগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পর্যটকদের জন্য এখন এসব ঝরনায় যাতায়াত বেশ ঝুঁকিপূর্ণ। এজন্য আমরা থানচি উপজেলার নাফাখুম ও অন্যান্য ঝরনা ভ্রমণে আপাতত পর্যটকদের নিরুসাহিত করছি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নাফাখুম ভ্রমণের অনুমতি দেব।  

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।