ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

এক মাসের জন্য বুক হয়ে গেছে সাজেকের সব রিসোর্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এক মাসের জন্য বুক হয়ে গেছে সাজেকের সব রিসোর্ট

রাঙামাটি: টানা তিনদিন সরকারি ছুটি, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী- সব কিছু মিলে এ শীতের পুরো এক মাস রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের রিসোর্টগুলো অগ্রিম বুক হয়ে গেছে।  

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন সাজেক রিসোর্ট-হোটেল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জন চাকমা।

হোটেল মালিক সমিতির এ নেতা বলেন, অক্টোবর-নভেম্বর মাসে সাজেক ভ্যালিতে আশানুরূপ পর্যটক আসেননি। তবে ডিসেম্বর মাসে টানা দিনদিন ছুটি, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, সব মিলে পর্যটকরা আমাদের সব কটেজ শতভাগ বুক করে ফেলেছেন।   

তিনি আরও বলেন, করোনার কারণে আমরা হোটেল মালিক পক্ষ যে পরিমাণ অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছি, আশা রাখছি, এ মৌসুমে কিছুটা হলেও সেই ক্ষতি পুষিয়ে নিতে পারব।

বাংলাদেশ সময়: ০৭২১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।