ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

রাঙামাটিতে পর্যটকদের ঢল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
রাঙামাটিতে পর্যটকদের ঢল

রাঙামাটি: বিজয় দিবস, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, টানা তিনদিনের ছুটি সবকিছু মিলে রাঙামাটিতে পর্যটকদের ঢল নেমেছে। পর্যটন স্পটগুলো ভ্রমণপিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

টানা ছুটিতে শহরের বেশিরভাগ হোটেল-মোটেল পর্যটকে ভরপুর ।

চট্টগ্রাম থেকে বেড়াতে আসা পর্যটক দম্পত্তি শারমিন আলম বলেন, রাঙামাটিতে বহুদিন পর এসেছি। বেশ ভাল লাগছে। ঝুলন্ত সেতু দেখেছি, সুবলং ঝর্ণা দেখেছি। আরও কিছুদিন থাকব।

মাহবুব আলম বলেন, স্ত্রী-সন্তান নিয়ে ঘুরতে এসে আনন্দ লাগছে। রাঙামাটির রূপ-বৈচিত্র আমাকে মুগ্ধ করেছে। তাই পরিবার নিয়ে বেড়াতে এসেছি।

রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, দীর্ঘদিন করোনা মহামারির নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও পর্যটক আসতে শুরু করেছে রাঙামাটিতে। এই ধারা অব্যাহত থাকলে দীর্ঘদিনের অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। পর্যটন মোটেলের ৯০ ভাগ রুম বুকিং হয়ে গেছে।

জানা গেছে, রাঙামাটি শহরে ৫৪টি হোটেল রয়েছে। যেগুলোতে প্রায় ১০ হাজার পর্যটক থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ঘণ্টা, ডিসেম্বর ১৭. ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।