ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ট্রাভেলার্স নোটবুক

ঘুরে আসুন নক্ষত্রবাড়ির মনোরম পরিবেশে 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
ঘুরে আসুন নক্ষত্রবাড়ির মনোরম পরিবেশে  ছবি: বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কর্মব্যস্ত জীবনে কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছেন? পানসে হয়ে যাচ্ছে দৈনন্দিন রুটিন! তবে যান না, একটু ঘুরে আসুন ঢাকার পাশেই কোথা থেকে। একেবারে নিরিবিলি, মনোরম ও স্নিগ্ধ পরিবেশে।

হ্যাঁ, বলছি। ঢাকার অদূরে গাজীপুরে অবস্থিত নক্ষত্রবাড়ি রিসোর্টের কথা। কয়েক একর জমি নিয়ে নির্মিত রিসোর্টে জীবনকে আনন্দঘন করে তুলতে চমৎকার সব ব্যবস্থা রয়েছে।  

নক্ষত্রবাড়িতে রয়েছে রেস্তোরাঁ, ওয়াটার বাংলো, সুইমিং পুল, বোটিং এর ব্যবস্থা। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকতে চাইলে ব্যয় করতে হবে মাত্র ২ হাজার টাকা।

রাজধানীর পান্থপথে অভিজাত শপিং মল বসুন্ধরা সিটিতে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী পর্যটন মেলার চতুর্থ দিন শনিবার (২০ আগস্ট) গিয়ে এসব তথ্য জানা গেছে।  

নক্ষত্রবাড়ির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নাজিম উদ্দীন আল সুমন বাংলানিউজকে বলেন, মেলায় স্পট বুকিংয়ের ক্ষেত্রে ১৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ডে লং প্যাকেজ ছাড়াও নক্ষত্রবাড়িতে থাকার জন্য এক রাত দুই দিনের প্যাকেজও রয়েছে। এতে দেওয়া হচ্ছে ৪০শতাংশ পর্যন্ত ছাড়।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পার হয়ে সোজা পাঁচ কিলোমিটার গেলে বেইলি ব্রিজ, এরপরই পড়বে রাজাবাড়ী বাজার।  

সেখানে থেকে ডানে মোড নিয়ে অগ্রণী ব্যাংককে পেছনে ফেলে দেড় কিলোমিটার সামনে এগোলেই স্বাগত জানাবে নক্ষত্রবাড়ি।  

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
ইইউডি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।