ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

৫ দফা দাবিতে সংখ্যালঘু দফতরে স্মারকলিপি দিল ত্রিপুরা পিপলস পার্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২২
৫ দফা দাবিতে সংখ্যালঘু দফতরে স্মারকলিপি দিল ত্রিপুরা পিপলস পার্টি

আগরতলা (ত্রিপুরা): পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ত্রিপুরা সরকারের সংখ্যালঘু দফতরের কাছে স্মারকলিপি দিল ত্রিপুরা পিপলস পার্টির পশ্চিম জেলা কমিটির এক প্রতিনিধি দল। এদিন তারা সংখ্যালঘু দফতরের জয়েন্ট ডিরেক্টর হাবিজ উদ্দিনের কাছে তাদের দাবি সনদ তোলে দেন।

 

এদিনের এই স্মারকলিপি কর্মসূচির নেতৃত্বে ছিলেন দলের সম্পাদক প্রবীর সিনহা।  

তাদের দাবিগুলো হলো, সংখ্যালঘু সমাজের প্রতিটি শ্রমজীবী পরিবারের সব ধরনের ঋণ মওকুফ করতে হবে। অতি সহজ শর্তে সংখ্যালঘু বেকার যুবক-যুবতীদের স্বয়ম্ভরতার লক্ষ্যে ঋণ দিতে হবে। মাদ্রাসা শিক্ষার উন্নয়নে রাজ্যের প্রতিটি মাদ্রাসার পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে। রাজ্যে মাদ্রাসা বোর্ড গঠন করতে হবে। প্রতিটি মুসলিম অধ্যুষিত এলাকায় স্লটার হাউজ নির্মাণ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২২
এসসিএন/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।