ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দিল্লির নির্দেশিকা মেনে কাজ করছে ত্রিপুরা সরকার: মুখ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দিল্লির নির্দেশিকা মেনে কাজ করছে ত্রিপুরা সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা (ত্রিপুরা): বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দিল্লি থেকে যে নির্দেশ আসবে সেটি মেনে ত্রিপুরা রাজ্য সরকার কাজ করবে।

ত্রিপুরা সরকার বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে।

ভারত সরকারের সঙ্গে কথা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।

বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মঙ্গলবার (৬ আগস্ট) এসব কথা বলেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ত্রিপুরা রাজ্যের মুখ্য সচিব, বিএসএফ, সিআরপিএফসহ ত্রিপুরা পুলিশের মহানির্দেশক ও রাজ্য অবস্থানরত বিভিন্ন আধা সামরিক বাহিনীর আধিকারিকদের সঙ্গে কথা বলেছি।

আগরতলায় বসে তিনি আরও বলেন, ত্রিপুরা রাজ্যের সীমান্ত দিয়ে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে, সে ব্যবস্থাও নিচ্ছে রাজ্য সরকার।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
এসসিএন/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।