আগরতলা (ত্রিপুরা): বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দিল্লি থেকে যে নির্দেশ আসবে সেটি মেনে ত্রিপুরা রাজ্য সরকার কাজ করবে।
ত্রিপুরা সরকার বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে।
বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মঙ্গলবার (৬ আগস্ট) এসব কথা বলেন মুখ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ত্রিপুরা রাজ্যের মুখ্য সচিব, বিএসএফ, সিআরপিএফসহ ত্রিপুরা পুলিশের মহানির্দেশক ও রাজ্য অবস্থানরত বিভিন্ন আধা সামরিক বাহিনীর আধিকারিকদের সঙ্গে কথা বলেছি।
আগরতলায় বসে তিনি আরও বলেন, ত্রিপুরা রাজ্যের সীমান্ত দিয়ে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে, সে ব্যবস্থাও নিচ্ছে রাজ্য সরকার।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
এসসিএন/এমজে