ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

বিএসএফর গুলিতে যুবক গুরুতর আহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
বিএসএফর গুলিতে যুবক গুরুতর আহত

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার সিপাহীজলা জেলার অন্তর্গত রহিমপুরের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছোড়া গুলিতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তার নাম বাবুল মিয়া।

আহত বাবুলের স্বজনদের দাবি, রহিমপুর আন্তর্জাতিক সীমান্তের ১৬৩ নম্বর গেটের পাশাপাশি স্থান দিয়ে যাওয়ার সময় বিএসএফ জোয়ান তাকে উদ্দেশ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তার মাথায় লাগে ও ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় এলাকার লোকজন তাকে প্রথমে বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক রতন দেববর্মা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে আগরতলার হাঁপানিয়া হাসপাতালে রেফার করেন। বর্তমানে সঙ্কটজনক অবস্থায় চিকিৎসা চলছে।  

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৩
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।