আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত পড়েছে। শীতের সঙ্গে বইছে শৈত্যপ্রবাহ।
শীতে একদিকে দরিদ্র মানুষরা কষ্ট পাচ্ছে। অন্যদিকে খুশি শীতের পোশাক ব্যবসায়ীরা। কারণ শীত যতই বাড়ছে তাদের বিক্রি ততই বেড়ে যাচ্ছে।
শুক্রবার (৬ জানুয়ারি) পুরো রাজ্য ঢেকে আছে কুয়াশায়। পাশাপাশি তাপমাত্রার পারদও ক্রমশ নিম্নমুখী।
গত কয়েকদিন ধরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘুরাফেরা করছে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে তাপমাত্রা ১১ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নামতে পারে। ঠাণ্ডার দাপট থাকবে বেশ কিছুদিন। সেই সঙ্গে উত্তরের কনকনে হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।
এ শীতকে উপভোগ করছেন সমাজের আর্থিকভাবে স্বচ্ছল মানুষরা। তাদের অনেকে পিকনিক করছেন আবার দলবেঁধে বনভোজনে যাচ্ছেন। তবে এ সময় কষ্ট পাচ্ছেন সমাজের গরীব ও দরিদ্র মানুষ। তীব্র শীতের দাপট থেকে নিজেদের রক্ষা করতে তারা সকাল-সন্ধ্যা আগুন পোহাচ্ছেন। রাজধানীর বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষদের আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে। তীব্র শীতে মানুষের পাশাপাশি কষ্ট পাচ্ছে গৃহপালিত প্রাণীরাও।
তবে এ শীতে সবচেয়ে বেশি খুশি রাজধানী আগরতলাসহ রাজ্যের বিভিন্ন জায়গায় শীতের গরম জামা-কাপড় নিয়ে বসা ব্যবসায়ীরা। শীতের তীব্রতা যত বাড়ছে তাদের বিক্রি তত বেশি হচ্ছে। সব মিলিয়ে এ শীত সমাজের নানা শ্রেণির মানুষের জীবনে নানাভাবে প্রভাব ফেলেছে।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
এসসিএন/জেডএ