ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ২৫৭ কেজি গাঁজা জব্দ, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
ত্রিপুরায় ২৫৭ কেজি গাঁজা জব্দ, আটক ২

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা থেকে ২৫৭ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এগুলোর বাজার মূল্য প্রায় ২৬ লাখ রুপি।

গাঁজাগুলো অন্য রাজ্যে পাচার করা হচ্ছিল।

শুক্রবার (১১ আগস্ট) ত্রিপুরার ধলাই জেলায় অন্তর্গত আমবাসা থানার পুলিশ গাঁজাগুলো জব্দ করে। এ সময় দুইজনকে আটক করা হয়। এটি এ রাজ্যে আটক হওয়া গাঁজার বড় চালানের মধ্যে একটি।

আমবাসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ দেববর্মা জানান, প্রতিদিনের মত এদিনও পুলিশের একটি টিম স্থানীয় বেতবাগান এলাকায় ৮ নম্বর জাতীয় সড়কের নাকা পয়েন্টে দাঁড়িয়ে যানবাহনের তল্লাশি করছিল। আগরতলার দিক থেকে আসামের দিকে যাওয়া একটি মাল বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে গাঁজা জব্দ করা হয়।

তিনি জানান, ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৮৩টি প্যাকেটে ২৫৭ কেজি গাঁজা জব্দ করা হয়। যার মূল্য আনুমানিক ২৫ লাখ ৭০ হাজার রুপি। পাশাপাশি ট্রাকে থাকা দুজন চালককে আটক করা হয়। এদিনের এই অভিযানে পুলিশের সঙ্গে আধা সামরিক বাহিনী সিআরপিএফ এবং আসাম রাইফেল জওয়ানরাও ছিল।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
এসসিএন/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।