আগরতলা: প্রাচীন দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ত্রিপুরার ধলাই জেলার কমলপুর সরকারি কলেজে।
কর্মশালায় ৪০০ বছরের প্রাচীন হাতে লেখা আসল পঁথি এবং দেড়শ’ থেকে ২শ’ বছরের প্রাচীন কিছু পুঁথি প্রজেক্টরে স্লাইড শোর মাধ্যমে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয়।
সোমবার (১৪ নভেম্বর) কলেজটির বাংলা বিভাগ এবং আইকিউ এসসি শাখার যৌথ উদ্যোগে হয় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
পুঁথিগুলির মধ্যে ছিল পদ্মপুরাণ, চণ্ডী পুরাণ, গঙ্গা পূজার নিয়মাবলি ও সিলেটী নজির লিপি।
কলেজটির বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. শ্রীমন্ত রায় ও অতিথি অধ্যাপক গবেষক রাজীব পাল পুঁথি সাহিত্যের ইতিহাস ও প্রেক্ষাপটসহ আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেন।
কর্মশালায় বাংলা বিভাগের পাশাপাশি কলেজের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এসসিএন/টিআই