আগরতলা: ভারত সরকার পুরনো একহাজার ও ৫শ রুপির নোট বাতিল ঘোষণা করায় দেশের সাধারণ মানুষ পড়েছে চরম দুর্দশায়।
শনিবার (২৬ নভেম্বর) নোট বাতিলের প্রতিবাদে ত্রিপুরা রাজ্যব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ত্রিপুরা রাজ্য বামফ্রন্ট।
এদিন রাজ্যের ২৩টি মহকুমা সদরে হয় বিক্ষোভ। রাজ্যের মূল কর্মসূচিটি হয় রাজধানী আগরতলার প্যারাডাইস চৌমুহনীর সিটি সেন্টারের সামনে।
গনঅবস্থান শুরু আগে সিপিআইএমসহ বামফ্রন্টের শরিকদলের কর্মী-সমর্থকরা মিছিল করে আগরতলার বিভিন্ন অঞ্চল থেকে আসেন।
এসময় উপস্থিত ছিলেন সিপিআইএম এর ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর, দলের সদর মহকুমা সম্পাদক শুভাশিস গাঙ্গুলী, বামফ্রন্ট নেতা রতন দাস সহ অন্যরা।
২৮ নভেম্বর ত্রিপুরা রাজ্যব্যাপী ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বামফ্রন্ট।
বাংলাদেশ সময়: ০৪৫৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এসসিএন/এএ