ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গাঁজা চাষিদের বিরুদ্ধে ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমা প্রশাসন ও পুলিশ বাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে। তিনদিন আগে শুরু হওয়া অভিযান শুক্রবারও (০২ ডিসেম্বর) অব্যাহত ছিল।
আগরতলা: গাঁজা চাষিদের বিরুদ্ধে ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমা প্রশাসন ও পুলিশ বাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
তিনদিন আগে শুরু হওয়া অভিযান শুক্রবারও (০২ ডিসেম্বর) অব্যাহত ছিল।
অভিযানে জঙ্গলের মধ্যে লুকিয়ে চাষ করা গাঁজা আগুন ধরিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত গাঁজার মূল্য প্রায় ৬ কোটি রুপি।
অবৈধ গাঁজা চাষিরা মূলত পাহাড়ি এলাকার সরকারি খাস জমিতে গাঁজা চাষ করে থাকেন। পুলিশ বাহিনী প্রতিবছর এই মৌসুমে গাঁজা চাষবিরোধী অভিযান চালায়।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
এসআরএস/টিআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।