ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা ওবিসি উন্নয়ন সমিতির গণঅবস্থান

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
ত্রিপুরা ওবিসি উন্নয়ন সমিতির গণঅবস্থান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সংরক্ষণের দাবিতে রাজধানীর আস্তাবল ময়দানে ত্রিপুরা ওবিসি উন্নয়ন সমিতি গণঅবস্থান কর্মসূচি পালন করেছে।

আগরতলা: সংরক্ষণের দাবিতে রাজধানীর আস্তাবল ময়দানে ত্রিপুরা ওবিসি উন্নয়ন সমিতি গণঅবস্থান কর্মসূচি পালন করেছে।

 


সোমবার (১৯ ডিসেম্বর) নন্দি কমিশনের রিপোর্ট অনুসারে ত্রিপুরা রাজ্যে অন্যান্য পিছিয়ে পড়া অংশের মানুষের (ওবিসি) জন্য ২৪ শতাংশ সংরক্ষণ চালু করা, রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুসারে ত্রিপুরা রাজ্যের ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষদের ওবিসি হিসেবে গণ্য করে সংবিধানের ৩১ (গ) ধারা অনুযায়ী ত্রিপুরা বিধানসভায় সংরক্ষণ আইন চালুর দাবিতে এ গণঅবস্থানের আয়োজন করা হয়।



এতে আগরতলার পাশাপাশি রাজ্যে বিভিন্ন এলাকা থেকে সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
এসসিএন/এজি/আরআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।