আগরতলা: আগরতলার হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে আঞ্চলিক সরস মেলা। ০২ জানুয়ারি থেকে শুরু হয়ে এ মেলা চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।
রাজ্যের বিভিন্ন এলাকায় যে সব সহায়ক দল রয়েছে তাদের উৎপাদিত সামগ্রী বিক্রির জন্য প্রতিবছর আগরতলার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বিশেষ এ মেলার আয়োজন হয়ে আসছে।
পশ্চিম জেলার ‘ডিআরডিএ’ এ মেলা পরিচালনা করে। এছাড়া স্টল নির্মাণসহ অন্যান্য বিষয় পরিচালনা করে ত্রিপুরা সরকারের গ্রামন্নোয়ন দফতর। মেলার জন্য এবছর মোট ২৪০টি স্টল তৈরি করা হচ্ছে।
গ্রামন্নোয়ন দফতরের সহকারী বাস্তুকার তাপস বড়ুয়া বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
এসসিএন/ এসআরএস/এসএইচ