পরিকল্পনার বিষয়ে জানা যায়, জেলার সাড়াসীমা, উত্তর ভারতচন্দ্র নগর, চোত্তাখলা ও ইন্দিরা নগরে ডিপটিউবওয়েল বসানো হবে। প্রতিটি টিউবওয়েল থেকে প্রায় ২০ হেক্টর জমিতে সেচ দেওয়া সম্ভব হবে।
৫০ শতাংশ ভর্তুকি মূল্যে ১৬ দশমিক ৪ মেট্রিক টন আলু বীজ ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে বিতরণ করা হয়েছে। চলতি রবি মৌসুমে উচ্চ ফলনশীল ধান ৮ হাজার ৯শ’ ২৭ হেক্টর, সংকর জাতীয় ধান ৮৬ হেক্টর, গম ১শ’ হেক্টর, ভুট্টা ৫শ’ ৬০ হেক্টর, ডাল ২ হাজার ৫শ’ ৫৩ হেক্টর, তৈল বীজ ১ হাজার ৪শ’ ৯৩ হেক্টর চাষের লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে।
সেইসঙ্গে চলতি অর্থবছরে ভর্তুকির মাধ্যমে ১শ’ ৮২টি পাওয়ারটিলার বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এসসিএন/জেডএস