বুধবার (০৪ জানুয়ারি) প্রথমে আগরতলা থেকে হেলিকপ্টারে করে কমলপুর যান মুখ্যমন্ত্রী। পরে তিনি গাড়িতে করে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
ভূমিকম্পের জেরে কমলপুরের সুরমা পঞ্চায়েত এলাকার বেশ কিছু মাটির বাড়ি ভেঙে গেছে এবং পাকা বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এসব বাড়ির লোকজন পাশের নয়াগাও স্কুলে আশ্রয় নিয়েছেন।
মুখ্যমন্ত্রী ঊনকোটি জেলার পেচারথল এলাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করেন। পরে ভূমিকম্পে মৃত মায়াছড়ি পঞ্চায়েতের নতুন বাগান এলাকার বাসিন্দা কমলিনী কন্দ’র বাড়িতেও যান, কথা বলেন মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে।
এদিকে ঊনকোটি জেলার কুমারঘাট এলাকার যেসব জায়গায় মাটি ফেটে বালি ও কাদা পানি বের হয়েছে, ওই সব জায়গা ঘিরে এখন মানুষের কৌতূহলের শেষ নেই। দূরদুরান্ত থেকে মানুষ আসছেন নিজ চোখে দেখার জন্য।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এসসিএন/এসআরএস/আইএ