ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় বইমেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
আগরতলায় বইমেলা শুরু

আগরতলা: আগরতলার প্রগতি বিদ্যাভবন ময়দানে শুরু হলো পশ্চিম জেলা ভিত্তিক বইমেলা-২০১৭।

বুধবার (১৮ জানুয়ারি) এ মেলার উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- আগরতলা পুর নিগমের মেয়র ড. প্রফুল্লজীৎ সিনহা, পুর-পারিষদ দুর্গা প্রাসাদ চক্রবর্তী ও প্রগতি বিদ্যাভবন স্কুলের পরিচালনা কমিটির সম্পাদক মাধব মজুমদার প্রমুখ।

রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ও ত্রিপুরা পাবলিশার্স গিল্ড’র যৌথ উদ্যোগে হচ্ছে এ মেলা। প্রতিদিন স্থানীয় সময় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ মেলা খোলা থাকবে।

মেলায় আগরতলাসহ রাজ্যের বিভিন্ন এলাকার প্রকাশক ও বিক্রেতারা বই নিয়ে এসেছেন। চারদিন ব্যাপী এ মেলা শেষ হবে শনিবার (২১ জানুয়ারি)।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
এসসিএন/এসআরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।