ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের গণঅবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের গণঅবস্থান তৃণমূল কংগ্রেসের গণঅবস্থান/ছবি: বাংলানিউজ

আগরতলা: রোজভ্যালীসহ অন্য চিটফাণ্ড প্রতারণার তদন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে দিয়ে করানো ও ক্ষতিগ্রস্ত আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আন্দোলন চলছে।

এ দাবিতে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ত্রিপুরা রাজ্যব্যাপী একদিনের গণঅবস্থান কর্মসূচি পালন করেছে দল।

রাজ্যের প্রতিটি মহকুমার পাশপাশি এদিন আগরতলায়ও গণঅবস্থান কর্মসূচি পালিত হয়।

এতে উপস্থিত ছিলেন দলের ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি আশিষ কুমার সাহা, প্রবীর চক্রবর্তী প্রমুখ।

গনঅবস্থানে আশিষ কুমার সাহা বলেন, চিটফাণ্ডের কারণে ত্রিপুরা রাজ্যের ১শ’ ৪২টি চিটফাণ্ডে ১৪ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্তদের অর্থ ফিরিয়ে দিয়ে যারা এ চিটফাণ্ডের সঙ্গে জড়িত তাদের সিবিআই দিয়ে তদন্ত করে শাস্তি দিতে হবে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এসসিএন/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।