উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজ্যের তিন সাংসদ সদস্য জীতেন চৌধুরী, ঝর্ণা দাশবৈদ্য, শঙ্কর প্রসাদ দত্ত, আগরতলা নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার শেখাওয়াত হোসেন, ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দফতরের প্রধান সচিব এম নাগারাজু প্রমুখ।
মেলার আয়োজক ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়, এ বছর ৪৩ হাজার ১শ’ বর্গফুট এলাকা জুড়ে শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে।
গত বছরের মেলায় তিন কোটি ২০ লাখ রুপি বিক্রি হয়েছিলো। তবে এ বছর কী পরিমাণ বিক্রি হবে তা নিয়ে আশঙ্কায় আছেন ব্যবসায়ীরা। পুরাতন নোট বাতিল ও বিমুদ্রাকরণের প্রভাব এ বছরের শিল্প ও বাণিজ্য মেলায় পড়বে বলে আশঙ্কা করছেন মেলায় আসা ব্যবসায়ীরা।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এসসিএন/জিপি/এমজেএফ