ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় সরস্বতী পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
ত্রিপুরায় সরস্বতী পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সরস্বতী পূজার প্রস্তুতি-ছবি: সুদীপ চন্দ্র নাথ

আগরতলা: সরস্বতী পূজাকে সামনে রেখে রাজধানী আগরতলাসহ গোটা ত্রিপুরা রাজ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পঞ্জিকা মতে বুধবার (১ ফেব্রুয়ারি) সরস্বতী পূজা।

আগরতলার পার্শ্ববর্তী নানা এলাকা থেকে প্রতিমা শিল্পীরা সরস্বতীর প্রতিমা নিয়ে রাজধানীর বিভিন্ন বাজারে হাজির হয়েছেন। সরস্বতী পূজার আগের দিন রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা বটতলায় গিয়ে দেখা যায়, ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশনের বাস ডিপোতে প্রতিমার অস্থায়ী বাজার বসেছে।

বিভিন্ন আকৃতির প্রতিমা নিয়ে হাজির হয়েছেন শিল্পীরা। ১০০ রুপি থেকে ৩০০ রুপি পর্যন্ত মূল্যের প্রতিমা রয়েছে ওই বাজারে।

প্রতিমা শিল্পী আরতি রুদ্রপাল বাংলানিউজকে বলেন, হাতে আজকের (মঙ্গলবার) দিনই রয়েছে। আজ ক্রেতার ভিড় হতে পারে।

তবে গত বছরের মতো এবছর প্রতিমা বিক্রি হবে কিনা এ নিয়ে কিছুটা চিন্তিত আরতি রুদ্রপাল। কারণ এ বছর ভারত সরকারের পুরাতন ১ হাজার ও ৫০০ রুপির নোট বাতিলের কারণে মানুষের হাতে তুলনামূলক এখন নগদ রুপি অনেক কম। তাই এর প্রভাব সরস্বতী পূজায় পড়তে পারে বলেও আশঙ্কা করছেন তিনি।
সরস্বতী পূজা নিয়ে ব্যস্ততা-ছবি-সুদীপ চন্দ্র নাথআরতি রুদ্রপালের মতো শম্ভু পালও সরস্বতী প্রতিমা নিয়ে বটতলার অস্থায়ী বাজারে এসেছেন। সোমবার প্রতিমা বিক্রি সামান্যই হয়েছে জানিয়ে তিনি বলেন, মানুষ এখন খুব ব্যস্ত তাই এতো আগে বাজারে আসে না। তবে আজ (মঙ্গলবার) বাজার জমে উঠবে।

তবে তিনি নোট বাতিলের বিষয়টি গুরুত্ব দিতে নারাজ শুম্ভু পাল। তার মতে যতই সমস্যা থাকুক ধর্মভীরু মানুষ পূজা করবেনই। তার দৃঢ় বিশ্বাস যতগুলি প্রতিমা বাজারে নিয়ে এসেছেন সব বিক্রি হয়ে যাবে।

ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশনের বটতলা বাস ডিপোর সামনে রাস্তার দুই পাশে ভ্যানের মধ্যে নানা ফল নিয়ে বসেন ব্যবসায়ীরা। এসব দোকানে এখন উপচে পড়ছে নানা ফল। কমলালেবু, আপেল, নাসপাতি, বেদানা, আঙুর, মোসাম্বী লেবু, খেজুর, কুল, এমনকি অসময়ের পাকা আমও আছে। তবে সব কিছুর দামই অনেক বেশি। সরস্বতী পূজার কারণে ফলের দাম প্রতি কেজিতে ১০ রুপি, ২০ রুপি এমনকি ৩০ রুপি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
সরস্বতী পূজা নিয়ে ব্যস্ততা-ছবি-সুদীপ চন্দ্র নাথপূজার বিক্রিকে ঘিরে ফল ব্যবসায়ীদের মুখে মিশ্র অভিমত শোনা গেল। কেউ কেউ আশঙ্কা করছেন নোট বাতিলের প্রভাব ব্যাপকভাবে পড়বে পূজার বাজারে, আবার কেউ কেউ বলছেন এসবের কিছুই প্রভাব ফেলতে পারবে না।

সরস্বতী প্রতিমা, ফলমূলের পাশাপাশি সাজানোর মালা, পূজার ফুল, বেলপাতা, আমের মুকুল, কলাপাতাসহ পূজার প্রয়োজনীয় নানান রকম সামগ্রীর পসরা নিয়ে ব্যবসায়ীরা হাজির হয়েছেন আগরতলার বটতলা, মহারজগঞ্জ, লেকচৌমুহনী, মঠচৌমুহনী, তুলসীবতি বাজারে।

একইভাবে রাজ্যের অন্যান্য মহকুমাগুলির বাজারেও সরস্বতী পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি লক্ষ্য করা গেছে

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭

এসসিএন/আরআর/এমজেএফ

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।