ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় অনুষ্ঠিত হলো প্রকাশনা উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
আগরতলায় অনুষ্ঠিত হলো প্রকাশনা উৎসব আগরতলায় অনুষ্ঠিত হলো প্রকাশনা উৎসব-ছবি-বাংলানিউজ

আগরতলা: দুই বাংলার কবি-শিল্পীদের নিয়ে আগরতলায় অনুষ্ঠিত হলো প্রকাশনা উৎসব-২০১৭। 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের কবি শিম‍ূল পারভীন, বাংলাদেশের দুই বাচিক শিল্পী সারওয়ার হোসেন নাইম, আবু নাজেদ নাইম, ত্রিপুরার কবি অধ্যাপক মিহির দেব, রাজ্যের দুই লোক গবেষক অধ্যাপক নির্মল দাস ও অশোকানন্দ রায় বর্ধন প্রমুখ।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, দেশে এখন অসহিষ্ণুতার স্রোত বইছে। এর বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে ২২টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭

এসসিএন/আরআর/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।