এবছর সম্মেলনের মূল ভাবনা ‘সাহিত্য সংস্কৃতি সমন্বয়’।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি শংকর বসু একথা জানান।
রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় এবং সাহিত্য উৎসব আয়োজক কমিটির ব্যবস্থাপনায় এবারের সাহিত্য সম্মেলনে বাংলাদেশ, আসাম, মেঘালয়, মনিপুর ও পশ্চিমবঙ্গের কবি সাহিত্যিকরা উপস্থিত থাকবেন বলেও জানান শংকর বসু।
তিনদিনের এ সম্মেলনে উদ্বোধন করবেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ভানু লাল সাহা ও বাংলাদেশের বিশিষ্ট কবি আসাদ মান্নান।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি, ২০১৭
এসসিএন/জিপি/এএ