ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় আদিবাসীদের খাদ্য ও সংস্কৃতি বিষয়ক উৎসব 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
আগরতলায় আদিবাসীদের খাদ্য ও সংস্কৃতি বিষয়ক উৎসব  আদিবাসীদের খাদ্য ও সংস্কৃতি নিয়ে উৎসব

আগরতলা: ত্রিপুরার রাজধানী আগরতলায় প্রথমবারের মতো আদিবাসীদের খাদ্য ও সংস্কৃতি নিয়ে উৎসব হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আগরতলার প্রগতী স্কুল মাঠে আয়োজিত এই উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের বন দফতরের মন্ত্রী নরেশ জমাতিয়া, এ ডি সি'র মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা, দূরদর্শন কেন্দ্র আগরতলার প্রোগ্রাম অফিসার প্রবীর দেববর্মা প্রমুখ।

রাংচাক নি খরাং সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে একদিনের এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসব উদ্বোধনের পর অতিথিরা উৎসব চত্বর ঘুরে দেখেন।

আয়োজকদের তরফে রাজ্যের কয়েকজন বিশিষ্ট সংস্কৃতি ব্যক্তিত্বকে সংবর্ধনা দেওয়া হয়।

উৎসবে আদিবাসীদের চিরাচরিত খাবার ও পোশাকের স্টল খোলা হয়। এছাড়া এসময় তাদের নিজস্ব নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়।
 

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এসসিএন/এসআই      

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।