শনিবার (০৪ মার্চ) সম্প্রতি ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার গণ্ডাছড়া এলাকায় খুন হন চানমোহন ত্রিপুরা নামে এক বিজেপি কর্মী। তিনি ভিলেজ কাউন্সিলের নির্বাচিত সদস্য।
বিরোধী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দলের অভিযোগ চামমোহন ত্রিপুরাকে খুন করেছে শাসক দলীয় গুণ্ডারা।
চামমোহন ত্রিপুরা হত্যার ঘটনা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-কে তদন্ত করানোসহ ত্রিপুরা রাজ্যে ‘বিজেপি’ দলের কর্মী সমর্থকদের জীবনের নিরাপত্তার দাবিতে শনিবার (০৪ মার্চ) ত্রিপুরা রাজ্য জুড়ে আইন অমান্য আন্দোলন কর্মসূচি পালন করে তারা।
এদিন মূল কর্মসূচীটি হয় আগরতলার কুঞ্জবন এলাকার ক্যাপিটেল কমপ্লেক্স থানার সামনে। এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সভাপতি বিপ্লব দেব।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ০৫ , ২০১৭
এসসিএন/এসআরএস/এমজেএফ