ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বাংলাদেশ প্রতিনিধি দল ত্রিপুরায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
বাংলাদেশ প্রতিনিধি দল ত্রিপুরায় আগরতলায় বাংলাদেশ প্রতিনিধি দল। ছবি: সুদীপ নাথ

আগরতলা: বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদের নেতৃত্বে ৩৫ জন সিভিল সার্ভিস অফিসারের এক প্রতিনিধি দল ত্রিপুরা সফরে এসেছেন।  

বুধবার (৪ মার্চ) স্থানীয় সময় দশটা নাগাদ আখাউড়া চেক পোস্ট হয়ে আগরতলা এসে পৌছান তারা। তাদের অনেকেই আবার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এসেছেন।

চেক পোস্ট থেকে তারা চলে যান ত্রিপুরা রাজ্য অতিথিশালায়। সেখানে বিশ্রাম নেন। পরে তারা ত্রিপুরা সরকারের অর্থ দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন, বিভিন্ন আর্থিক পরিকল্পনা নিয়ে কথা বলবেন।

চেকপোস্টে দাঁড়িয়ে প্রতিনিধিরা জানান, উভয় দেশের সম্পর্ক, বিশেষ করে বাণিজ্যিক সম্পর্ক কি করে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেসব বিষয় সফরে গুরুত্ব পাবে।

আগামী  ১১ মার্চ পর্যন্ত ত্রিপুরা রাজ্যে অবস্থান করবেন তারা। অর্থ দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনার পাশাপাশি তারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র ঘুরে দেখবেন।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
এসসিএন/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।