কিছুদিন আগে ত্রিপুরা প্রদেশ বিজেপি দলের এক সদস্য তথা বিলেজ কাউন্সিলের নির্বাচিত সদস্য চান্দমোহন জমাতিয়া দুষ্কৃতিকারীদের হাতে খুন হন। বিজেপি’র অভিযোগ তাকে খুন করেছে শাসক দলের গোয়েন্দারা।
এ খুনের প্রতিবাদে ও বিজেপি’র অন্য কর্মীদের ওপর আক্রমণের প্রতিবাদে আগরতলার আস্তাবল ময়দানে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল।
তিনি বলেন- আগামী বছর ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে যে পরিবর্তন এনেছেন এখন সবাই তা অনুকরণ করছেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বিজেপি’র সর্বভারতীয় সম্পাদক রাম মাধব সহ দলের ত্রিপুরা রাজ্যের নেতারা।
সভায় ত্রিপুরা রাজ্যের সাবেক মন্ত্রী সুরজীত দত্ত তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন।
বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এসসিএন/জেডএস