দোল খেলেন না এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন। রোববার (১২ মার্চ) দোলপূর্ণিমা।
তবে পশ্চিমবঙ্গের সাথে ত্রিপুরা রাজ্যে রঙ খেলার কিছু মৌলিক পার্থক্য রয়েছে। পশ্চিমবঙ্গের বাঙালিরা দোলের দিন রঙ খেলেন, কিন্তু ত্রিপুরা রাজ্যের হিন্দু অংশের অধিকাংশ মানুষ দোলের দিন দেবতাকে রঙ দেন ও দোলের পর দিন অর্থাৎ হোলির দিন নিজেরা রঙ খেলেন।
কথিত আছে, দোলে রঙ খেললে নানা অসুখ দূরে থাকে। তবে ডাক্তাররা বলছেন, দোলের আনন্দে সামিল হোন। তবে কিছু কিছু বিষয় যেন মাথায় থাকে রঙ খেলার সময়।
আগরতলার চর্ম ও প্রসাধন বিশেষজ্ঞ ডা কমল দাস বাংলানিউজকে বলেন, রঙ খেলার সময় চোখের যাতে কোন ক্ষতি না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। অনেকের আবার বিভিন্ন ধরনের রঙের অ্যালার্জি রয়েছে তাদের ওই ধরনের রঙ এডিয়ে চলা ভালো। এখন বেশীর ভাগ রঙে কেমিক্যাল থাকে, তাই এ ধরনের রঙ এড়িয়ে প্রাকৃতিক রঙ দিয়ে খেলা ভালো। কেমিকেল মেশানো রঙ স্থায়ীভাবে চর্ম রোগের সৃষ্টি করে। যতো তাড়াতাড়ি সম্ভব রঙ খেলা শেষ করে ধুয়ে ফেলতে হবে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এসসিএন/ জেডএম