সম্প্রতি বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে ১শ' মেগাওয়াট বিদ্যুৎ ক্রয়ের প্রস্তাব করে। এরপর ভারত সরকার ত্রিপুরা সরকারের কাছে বিদ্যুৎ রফতানির বিষয়ে জানতে চায়।
মঙ্গলবার (২১ মার্চ) মহাকরণে এক সংবাদ সম্মেলনে এ খবর জানান ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দফতরের মন্ত্রী মানিক দে।
তিনি আরো জানান, ত্রিপুরা সরকারের কাছ থেকে রফতানির সম্মতি পেয়ে গত ১৭ মার্চ এ বিষয়ে ঢাকায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারত সরকার, বাংলাদেশ সরকারের প্রতিনিধিসহ ত্রিপুরা পাওয়ার জেনারেশন কোম্পানির টেকনিক্যাল ডিরেক্টর মহানন্দ দেববর্মা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রাথমিক পর্যায়ে ত্রিপুরা থেকে আরও ৬০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানির সিদ্ধান্ত হয়। এজন্য নতুন করে চুক্তি স্বাক্ষর হবে বলেও জানান মন্ত্রী মানিক দে।
ত্রিপুরা থেকে বাংলাদেশে বর্তমানে দৈনিক ১শ’ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি হচ্ছে। নতুন আরও ৬০ মেগাওয়াট যুক্ত হলে তা বেড়ে দাঁড়াবে ১৬০ মেগাওয়াট।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
এসসিএন/জেডএস