আগরতলায় জব্দ করা কচ্ছপ। ছবি: সুদীপ
আগরতলা: সদর মহকুমা বনদফতরের কর্মীরা মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীর মঠচৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি বড় আকারের কচ্ছপ জব্দ করেছে। এদের একটির ওজন ১১ কেজি, অপরটির ৭ কেজি। সদর মহকুমা বনদফতরের রেঞ্জ অফিসার অশেষ কুমার দেববর্মা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে দুই কচ্ছপ জব্দ করে বন দফতরের অফিসে নিয়ে আসা হয়েছে।
এগুলোকে সিপাহীজলা অভয়ারণ্যের জলাশয়ে ছেড়ে দেওয়া হবে।
ত্রিপুরা রাজ্যে যে কোন ধরনের কচ্ছপ, কচ্ছপের মাংস বিক্রি নিষিদ্ধ। কিন্তু তারপরও রাজধানী আগরতলাসহ রাজ্যের বিভিন্ন বাজারে বিক্রি হয় কচ্ছপের মাংস। এর বিরুদ্ধে রাজ্যের বন দফতর যে অভিযান চালায় না এমন নয়, তবে বন দফতরের পদক্ষেপ পর্যাপ্ত নয় বলে অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এসসিএন/জেডএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।