সিপিআই (এম)র প্রতিবাদ
আগরতলা: সম্প্রতি ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব তেলিয়ামুড়ায় এক দলীয় সভায় বলেছিলেন, আগামী নির্বাচনে ত্রিপুরা রাজ্যে যে কেউ যেকোনো দলে ভোট দিলে ইভিএম থেকে এই ভোট চলে যাবে বিজেপি প্রার্থীর কাছে। এমনকি মুখ্যমন্ত্রী মানিক সরকারও যদি ভোট দেন তাও যাবে বিজেপি-তে।
বিপ্লব কুমার দেবের এই বক্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। এ বিষয়ে সিপিআই (এম) দলের সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচ্যুরি দিল্লিতে ভারতের নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন।
এদিকে, এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় আগরতলায় এক মিছিল করেন সিপিআই (এম) দলের কর্মী-সমর্থকরা।
বিপ্লব কুমার দেবের এই বক্তব্য স্বৈরাচারের কণ্ঠস্বর বলে মন্তব্য করেন তারা।
বাংলাদেশ সময়: ০৫৪৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এসসিএন/এসএনএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।