ঢাকা, মঙ্গলবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় তৃণমূল ছাত্র পরিষদের ডেপুটেশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
আগরতলায় তৃণমূল ছাত্র পরিষদের ডেপুটেশন আগরতলায় তৃণমূল ছাত্র পরিষদের ডেপুটেশন

আগরতলা: সম্প্রতি আগরতলায় আনোয়ারা চৌধুরী নামে এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু কারণে প্রশ্ন তোলেছে তারা সহপাঠিরা। সুষ্ঠু তদন্তের দাবিতে একধিক দিন ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করেছে। এরই প্রেক্ষিতে আনোয়ারা’র মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করে পুলিশ।

তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে বুধবার (১৯ এপ্রিল) তৃণমূল ছাত্র পরিষদের এক প্রতিনিধি দল ত্রিপুরা পুলিশের মহানির্দেশক (ডিজি) এ কে শুক্লার সঙ্গে সাক্ষাৎ করে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে ডিজি’র কাছে ডেপুটেশন দেওয়া হয়।

ডেপুটেশনে বলা হয়, আনোয়ারার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে। তদন্তে কোনো প্রকারের রাজনৈতিক চাপ চলবে না। তদন্ত নিরপেক্ষভাবে হতে হবে। আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের পুলিশ দ্বারা হুমকি বন্ধ করতে হবে।

পরে তৃণমূল ছাত্র পরিষদ সাংবাদিকদের জানান, ডিজি তাদের আস্বস্ত করেছেন ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ছাত্রনেতা ভিকি প্রাসাদ।

বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।