ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় রঙ্গালী বিহু উৎসব অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মে ১৪, ২০১৭
আগরতলায় রঙ্গালী বিহু উৎসব অনুষ্ঠিত আগরতলায় রঙ্গালী বিহু উৎসব অনুষ্ঠিত

আগরতলা: ভারতের আসাম রাজ্যের বাসিন্দাদের প্রধান উৎস বিহু। রোববার(১৪ মে) সন্ধ্যায় ত্রিপুরা রাজ্যে বসবাসরত আসামীয়া অংশের মানুষের সংগঠন আসাম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে আগরতলায় রঙ্গালী বিহু উৎসব উদযাপিত  হয়েছে।

রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।  

এছাড়াও এমপি জীতেন্দ্র চৌধুরী, ও এন জি সি ত্রিপুরা অ্যাসেট ম্যানেজার এস সোনি প্রমুখ উপস্থিত ছিলেন।


 
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, ভারতের বৈশিষ্ট্য হচ্ছে বৈচিত্র্যের মধ্যে একতা, কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে একটি মহল থেকে এ স্লোগান তোলা হচ্ছে এক জাতি এক ভাষা এর বাইরে কিছু থাকবেনা। এর সঙ্গে আমাদের দেশের বাস্তবতার মধ্যে মিল নেই এবং এর ফলে সংঘাত অনিবার্য। একে প্রশ্রয় দেওয়া যায়না বলেও মন্তব্য করেন তিনি।
 
আয়োজকদের তরফে আসামী ঝাঁপি ও গামছা দিয়ে প্রথাগত ভাবে অতিথিদের সংবর্ধনা জানানো হয়।

আসাম থেকে আগত বিভিন্ন শিল্পী গোষ্ঠি বিহু নৃত্য পরিবেশন করেছে।

বাংলাদেশ সময়: ০২৩১ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এসসিএন/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।