ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা টিবিএসই’র বিজ্ঞান শাখার ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, মে ২০, ২০১৭
ত্রিপুরা টিবিএসই’র বিজ্ঞান শাখার ফল প্রকাশ টিবিএসই অফিসের কনফারেন্স হলে সংবাদ সম্মেলন

আগরতলা: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (টিবিএসই) পরিচালিত ২০১৭ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার বিজ্ঞান বিভাগের আংশিক ফল প্রকাশ করা হয়েছে।

শনিবার (২০ মে) আগরতলার কুঞ্জবন এলাকার টিবিএসই অফিসের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ফল প্রকাশ করেন পর্ষদের সভাপতি অধ্যাপক মিহির দেব।

এসময় মিহির দেব বলেন, এবছর বিজ্ঞন বিভাগে থেকে তিন হাজার ৩শ’ ৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এর মধ্যে পাস করেছে দুই হাজার ৮শ’ ২৬ জন শিক্ষার্থী। পাসের হার ৮৭ দশমিক ৬৮ শতাংশ।

আগামী ১০ জুনের মধ্যে বাকি বিষয়ের পূর্ণাঙ্গ ফল প্রকাশ করা হবে বলেও জানান পর্ষদ সভাপতি অধ্যাপক মিহির দেব।

সংবাদ সম্মেলনে টিবিএসই’র সভাপতি ছাড়াও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, মে ২০, ২০১৭
এসসিএন/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।