ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

কর্মচারীদের বেতন বৃদ্ধিতে খুশি পাম্প অপারেটর ইউনিয়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৭
কর্মচারীদের বেতন বৃদ্ধিতে খুশি পাম্প অপারেটর ইউনিয়ন ত্রিপুরা পাম্প অপারেটর ইউনিয়নের আনন্দ মিছিল

আগরতলা: গত মঙ্গলবার (১৩ জুন) ত্রিপুরা সরকার রাজ্যের সকল কর্মচারীদের বেতন ২ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করে। 

এই বেতন বৃদ্ধির তালিকায় রাখা হয়েছে স্থির বেতনে কর্মরত পাম্প অপারেটররাও।  রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি ত্রিপুরা পাম্প অপারেটর ইউনিয়ন।

তাই রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে বৃহস্পতিবার (১৫ জুন) এক কনভেনশন ও বামফ্রন্ট সরকারকে অভিনন্দন জানিয়ে এক মিছিলের আয়োজন করে সংগঠনটি।

রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই কনভেনশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, সংসদ সদস্য ও শ্রমিক সংগঠন সিআইটিইউ এর ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক শঙ্কর প্রাসাদ দত্ত, বাম নেতা পিযূষ নাগ প্রমুখ।

বক্তব্য রাখতে গিয়ে বক্তারা কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রসঙ্গ তুলে ধরেন। এ দিনের এ কনভেনশন ও অভিনন্দন মিছিলে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে সংগঠনের সদস্যরা উপস্থিত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৭
এসসিএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।