সোমবার (১০ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৪৪ নম্বর ওখোয়াই জেলার বড়মুড়া পাহাড়ের খামথিং বাড়ি এলাকায় জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ শুরু করেন তারা ।
এদিন সকাল থেকেই দলের কর্মী ও সমর্থকরা ওই সড়কের উপর বসে তাদের এক দফা দাবির সমর্থনে স্লোগান দিচ্ছেন।
একই সঙ্গে রাখা হয়েছে জলকামান, রায়ট কন্ট্রোল ভ্যানও। পুলিশের একাধিক ঊর্ধ্ধতন কর্মকর্তারা রয়েছেন ঘটনাস্থলে।
তাদের দাবি না মানা হলে এ অবরোধ অনিদিষ্টকালের জন্য চলবে। অবরোধকে ঘিরে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অবরোধের জেরে আগরতলা থেকে কোনো দূরপাল্লার গাড়ি বা ট্রেন ছাড়েনি।
বাংলাদেশ সময়: ১০০8 ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
এসসিএন/এএটি/