ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০২ অক্টোবর ২০২৪, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

তৃতীয় দিনে আইপিএফটির আন্দোলন আরও তীব্রতর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
তৃতীয় দিনে আইপিএফটির আন্দোলন আরও তীব্রতর তৃতীয় দিনে আইপিএফটির আন্দোলন/ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকা নিয়ে তিপ্রাল্যান্ড নামে আলাদা রাজ্য গঠনের দাবিতে আন্দোলনরত আইপিএফটি দলের জাতীয় সড়ক ও রেল অবরোধ তৃতীয় দিনেও অব্যাহত।

বুধবার (১২ জুলাই) তাদের এ আন্দোলন তৃতীয় দিনে পড়লো। তিন দিনে তাদের আন্দোলনে ত্রিপুরা সরকার যেমন কোনো সাড়া দেয়নি, তেমনি ভারত সরকারের তরফেও কোনো সাড়া আসেনি।

আন্দোলনরত আইপি এফটি নেতাকর্মী-সমর্থকরা অনেকটাই হতাশ।

তারা আরও বেশি আক্রমণাত্মক হয়ে পুলিশের সামনে আন্দোলন করছে। তারপরও ত্রিপুরা পুলিশ ও আধা সামরিক বাহিনীর জওয়ানরা ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।

পুলিশ ও প্রশাসনের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে এদিন খালি গায়ে এমনকি বিবস্ত্র অবস্থায় বিক্ষোভ প্রদর্শন করছে তারা। খোয়াই জেলার বড়মুড়া পাহাড়ের খামতিংবাড়ি এলাকা থেকে মিছিল করতে করতে কয়েক কিমি এগিয়ে পশ্চিম জেলার চম্পকনগরের সাধুচন্দ্র পাড়ায় পেরিয়ে একেবারে বাজারের পাশে এসে এসেছে বিক্ষোভ প্রদর্শন চলছে।
 
বামফ্রন্ট সরকারের তরফে ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার বলেছেন, আইপিএফটি দল গণতান্ত্রিক পদ্ধতিতে জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছে, এই দু’টিই ভারত সরকারের অধীনে। তাই ভারত সরকার এ পরিস্থিতিতে কি করা যায় তার সিদ্ধান্ত নেবে।

ত্রিপুরা প্রদেশ বিজেপির স্পোকপারসন ডা. অশোক সিনহা সংবাদ সম্মেলন করে জানান, তাদের দল রাজ্য ভাগের সিদ্ধান্ত কোনোভাবে মানে না। শাসকদল মিথ্যা অভিযোগ করে বলছে আইপিএফটিকে পেছন থেকে মদদ দিচ্ছে বিজেপি। তা শুধু রাজনৈতিক ফায়দা তোলার জন্য।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।