বুধবার (১২ জুলাই) বেতছড়া এলাকায় ৪৪ নম্বর জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মালবাহী ছোট ট্রাকটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে চলে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কুমারঘাটের মহকুমা পুলিশ আধিকারিক বনজবিপ্লব দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম। পরে পুলিশের গাড়িতে করে আহত চালকদের হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে একজনে অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
কুমারঘাটের মহকুমা পুলিশ আধিকারিক বনজবিপ্লব দাস বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আগরতলাগামী এক বড় ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ছোট ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছোট ট্রাকটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে চলে যায়।
ছোট ট্রাকটির গতি বেশি হওয়ায় চালক নিয়ন্ত্রণ করতে না পেরে এই দুর্ঘটনা ঘটে বলেও জানানা বনজবিপ্লব।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
এসসিএন/জিপি