ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০২ অক্টোবর ২০২৪, ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় নওয়াজ শরিফের কুশপুতুল দাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
আগরতলায় নওয়াজ শরিফের কুশপুতুল দাহ

আগরতলা: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসীদের মাধ্যমে অমরনাথ পূণ্যার্থীদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে পাকিস্তানের পতাকা ও দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কুশপুতুল দাহ করেছে বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরার পশ্চিম জেলা শাখা।

বুধবার (১২ জুলাই) সন্ধ্যায় প্রথমে আগরতলার শঙ্কর চৌমুহনী এলাকার গীতা ভবনে অবস্থিত সংগঠনের কার্যালয় থেকে একটি মিছিল নিয়ে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  

সবশেষ আর এম এস চৌমুহনীর সামনে এসে পাকিস্তানের পতাকা ও নওয়াজ শরিফের কুশপুতুল দাহ করা হয়।

সংগঠনের পশ্চিম জেলা কমিটির সম্পাদক উদয় নোয়াতিয়া বলেন, পাকিস্তানের ঘৃণ্য চক্রান্তের প্রতিবাদ জানিয়ে তাদের এ কর্মসূচি।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।