ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

অবরুদ্ধ রেলপথ, অলস সময় পার করছেন কর্মীরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
অবরুদ্ধ রেলপথ, অলস সময় পার করছেন কর্মীরা ফাঁক‍া আগরতলা রেলওয়ে স্টেশন-ছবি-বাংলানিউজ

আগরতলা: স্টেশনের বাইরে নেই অটোরিকশা, ছোটগাড়ি আর বাস চালকদের হাঁকডাক। নেই সময় মেনে ট্রেনের আসা-যাওয়া। যাত্রী আর হকারদের দেখাও মিলছে না। এমনই চিত্র ত্রিপুরার ব্যস্ততম আগরতলা রেলওয়ে স্টেশনের। 

ত্রিপুরা রাজ্যকে ভেঙে তিপ্রাল্যান্ড নামে পৃথক রাজ্য গঠনের দাবিতে ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট তিপ্রাল্যান্ড (আইপিএফটি) এন সি দেববর্মা গোষ্ঠীর ডাকা জাতীয় সড়ক ও রেল অবরোধে আগরতলা রেলওয়ে স্টেশন এখন যাত্রীশূন্য।

বৃহস্পতিবার (১৩ জুলাই) আন্দোলনের চতুর্থ দিনে সরেজমিনে দেখা গেছে, প্লাটফর্মে একাধিক রেলইঞ্জিন দাঁড়িয়ে আছে।

তবে ইঞ্জিনের ঘড় ঘড় আওয়াজ নেই। লাইন ধরে দাঁড়িয়ে আছে ট্রেনের বগি কিন্তু বগিতে যাত্রীর কোলাহল নেই। গোটা স্টেশন চত্বর যেন নিঝুমপুরী।  

স্টেশনে সাফাই কর্মী থেকে শুরু করে কারিগরি বিভাগের কর্মীরা অলস সময় পার করছেন। তবে জেগে কাটাতে হচ্ছে টিকিট কাউন্টারের কর্মীদের। কারণ আগাম টিকিট কেটে রাখা অনেকেই ট্রেন বাতিল হয়ে যাওয়ায় টিকিট ফেরত দিচ্ছেন।  

কবে থেকে ট্রেন চালু হবে তা জানাতে পারেননি স্টেশন ম্যানেজার এম কে যাদব।

তিনি বাংলানিউজকে জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হচ্ছে ততদিন ট্রেন পরিসেবা বন্ধ থাকবে।  

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।