দাবিগুলো মধ্যে রয়েছে- সর্ব শিক্ষা প্রকল্পে নিযুক্ত ত্রিপুরা রাজ্যের সকল শিক্ষকদেরকে নিয়মিত করা, প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি করে ট্রেনিংয়ের ব্যবস্থা করা, সর্ব শিক্ষায় নিযুক্ত সকল অশিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণ।
সোমবার (২৪ জুলাই) সংগঠনের প্রতিনিধিরা প্রথমে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে জড়ো হন।
গণডেপুটেশন শেষে সংগঠনের সম্পাদক সংবাদিকদের বলেন, ‘তারা পাঁচ হাজারের অধিক সংখ্যায় শিক্ষক ও অশিক্ষক রয়েছেন। রাজ্য সরকার যদি তাদের দাবি না মানে, তবে ৯ আগস্ট থেকে তারা আমরণ অনশন কর্মসূচিতে যাবেন। ’
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
এসসিএন/জিপি