ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার বোজংনগরে এখনো রয়েছে চাপা উত্তেজনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, আগস্ট ২, ২০১৭
ত্রিপুরার বোজংনগরে এখনো রয়েছে চাপা উত্তেজনা তাণ্ডবে পুড়ে যাওয়া মোটরসাইকেল

আগরতলা: দুর্বৃত্তদের তাণ্ডবের ২৪ ঘণ্টা পরও ত্রিপুরার পশ্চিম জেলার বোজংনগরে আতঙ্কের পরিবেশ। বিরাজ করছে চাপা উত্তেজনা, এলাকায় চলছে নিরাপত্তা রক্ষীদের টহল।

এলাকার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার যেন এখন শ্মশান ভূমিতে পরিণত। যে দিকে তাকানো যায় সে দিকে আগুনে পোড়া নানা সামগ্রীর ছাই, ভাঙ্গা আসবাবপত্রের টুকরো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে।

এক দিন আগেও যেখানে মানুষের উপস্থিতিতে গমগম করতো, আজ সে জায়গা যেন জনমানবহীন।  

একই অবস্থা থানা সহ আশেপাশের এলাকার। রাস্তার ধারে পড়ে আছে পোড়া বাইক সহ অন্যান্য সামগ্রী, ভেঙ্গে চুরমার করা হয়েছে পুলিশের গাড়ি।

এক আদিবাসী মহিলা অপহরণের গুজবে একদল দুর্বৃত্ত মঙ্গলবার(১ আগস্ট) দিনভর তাণ্ডব চালায় বোজংনগর থানা সহ গ্রোথ সেন্টারে। যার জেরে এই চেহারা নিয়েছে পুরো এলাকার।  

ওই ঘটনার জেরে এখনো গোটা এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। এলাকার মানুষজনকে প্রয়োজন ছাড়া বাইরে বেরুতে দেখা যাচ্ছে না, এখনো পুলিশ ও আধাসেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। সব কিছু ঠিক হতে আরো দু-একদিন সময় লাগবে বলে স্থানীয় মানুষের ধারণা।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, আগস্ট ০২, আরআই
এসসিএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।