সংবাদ সম্মেলনে তিনি বলেন, রবীন্দ্র দেববর্মা নামে টিএসআর জওয়ানকে একদল দুষ্কৃতিকারী মারধর করে। রাতে দেববর্মাকে দলের কর্মীরা বিষয়টি জানালে তিনি আক্রান্তকে থানায় নিয়ে যাওয়ার জন্য বলেন।
আরো বলা হয়, আইপিএফটি এখন শাসক দলের প্রধান শত্রু, তাই তারা বিভিন্ন ধরনের কথা বলছে। শাসক দলের নেতাদের বক্তব্যের সঙ্গে পুলিশ সুপারের বক্তব্য মিল রয়েছে। বিষয়টিতে রাজনৈতিক রং দেওয়া হয়েছে। কিন্তু এখানে আইপিএফটি দলের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরাও ছিলেন।
বুধবার (০২ আগস্ট) স্থানীয় সময় রাত ৮টায় সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। এ সময় দলের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
এসসিএন/জেডএস