আগরতলার ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় পালিত কর্মসূচির ৫ম দিনে পড়েছে শনিবার (০৫ আগস্ট)।
শাসক দলের অভিযোগ, এ অনশনের পেছনে মদত দিচ্ছে বিজেপি।
বিজেপি ভবনে এ বিষয়ে সংবাদ সম্মেলনে দলের কনভেনার ডা. অশোক সিনহা বলেন, বিজেপি পেছন থেকে কাউকে মদত দেয় না। বিজেপি প্রকাশ্যে দাবি করছে, ত্রিপুরা সরকার যেন সব সরকারি কর্মচারীকে ভারত সরকারের নির্ধারিত হারে বেতন দিতে।
একইসঙ্গে তিনি জানান, ত্রিপুরার ক্ষমতায় বিজেপি এলে সব স্তরের সরকারি কর্মচারীদেরকে কেন্দ্রীয় হারে বেতন দেবে।
পাশাপাশি তিনি অভিযোগ করেন, পেছন থেকে মদত দেওয়া সিপিআইএম দলের কাজ, ইতিহাস ঘাটলে তাই জানা যায়।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
এসসিএন/জেডএস