ঢাকা, মঙ্গলবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

এসএসএ শিক্ষকদের অনশনের বিষয়ে সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
এসএসএ শিক্ষকদের অনশনের বিষয়ে সংবাদ সম্মেলন

আগরতলা: ভারত সরকারের নির্ধারিত হারে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্কুলে কর্মরত সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের বেতন পরিকাঠামো দেওয়ার দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন সর্বশিক্ষা প্রকল্পে কর্মরত একাংশ শিক্ষক।

আগরতলার ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় পালিত কর্মসূচির ৫ম দিনে পড়েছে শনিবার (০৫ আগস্ট)।  

শাসক দলের অভিযোগ, এ অনশনের পেছনে মদত দিচ্ছে বিজেপি।

তবে অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি।  

বিজেপি ভবনে এ বিষয়ে সংবাদ সম্মেলনে দলের কনভেনার ডা. অশোক সিনহা বলেন, বিজেপি পেছন থেকে কাউকে মদত দেয় না। বিজেপি প্রকাশ্যে দাবি করছে, ত্রিপুরা সরকার যেন সব সরকারি কর্মচারীকে ভারত সরকারের নির্ধারিত হারে বেতন দিতে।
 
একইসঙ্গে তিনি জানান, ত্রিপুরার ক্ষমতায় বিজেপি এলে সব স্তরের সরকারি কর্মচারীদেরকে কেন্দ্রীয় হারে বেতন দেবে।  

পাশাপাশি তিনি অভিযোগ করেন, পেছন থেকে মদত দেওয়া সিপিআইএম দলের কাজ, ইতিহাস ঘাটলে তাই জানা যায়।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।